বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে এবার রেকর্ড গরম। তাপমাত্রা কমার সামান্য সম্ভাবনা থাকলেও আপাতত স্বস্তি নেই। ইতিমধ্যেই নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Weather Office)। তবে এর মাঝেই আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলে কিছুটা কমবে তাপমাত্রাও। সব মিলিয়ে আজ কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? জানুন বিস্তারে।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু। আর এর প্রভাবেই আরও বেশ কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টির জেরে আজ ১/২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমের তিন জেলাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ।
আজ দিনের বেলায় মেঘলা আকাশের জেরে কিছুটা কমবে অস্বস্তি। দিনের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ওদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে।
চলতি সপ্তাহে কলকাতাতে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তিন-চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এরই মাঝে পশ্চিমের জেলাগুলিতে জারি হয়েছে লু-এর সতর্কবার্তা।
আরও পড়ুন: গরমের ছুটিতে দিঘা যাওয়ার আগে জানুন এই নিয়ম! অন্যথায় মিলবে না হোটেল, পড়বেন বড় বিপদে
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ভিজতে পারে কোচবিহারও। এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে উত্তরের জেলা গুলিতে কিছুটা চড়তে পারে পারদ।