বাংলাহান্ট ডেস্ক : আজ মহালয়া। হাতে মাত্র আর কয়েকদিন, মা আসছে। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে, তাতে একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে এবারের পুজোয় ওয়েদার মোটের উপর ভালোই কাটবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
এখন প্রশ্ন হল, মহালয়ার দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শনিবার মহালয়ার সকাল থেকেই ঝরঝরে থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। আগামী ৪৮ ঘণ্টা তিলোত্তমা থাকবে শুষ্ক। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরোও পড়ুন : অতিকায় কই ভোলা দিঘার বাজারে! দাম শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবেন আপনারও
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমে আসবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিস্কারই থাকবে।
আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। অন্যদিকে, আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামিকালকেও আকাশ মেঘমুক্ত থাকবে বলেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।