বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কে এল রাহুলের পাঞ্জাব কিংস। এবার আইপিএলে দারুণ ফর্মে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। ইতিমধ্যেই ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু।
এমন পরিস্থিতিতে আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাতে মরিয়া বিরাট কোহলির বেঙ্গালুরু। অপরদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জিততেই হবে পাঞ্জাবকে। তাই আজকের ম্যাচ যে বেশ হাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য। আজকের ম্যাচে চারজনের বদলে তিনজন বিদেশি নিয়ে নামতে চলেছে আরসিবি। কারণ আরসিবি দলে চতুর্থ বিদেশি হিসেবে এখনো পর্যন্ত কেউ নিজের জায়গা পাকা করতে পারেনি।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে আরসিবির সম্ভাব্য একাদশঃ
দেবদত্ত পাডিক্কেল, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, কাইল জামিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, হর্সল পাটেল।