ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। আজ সিরিজের চতুর্থ ম্যাচে নামতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে এগিয়ে যেতে চায় ভারত, অপরদিকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বাঁচতে মরণ-বাঁচন লড়াই করতে চাই নিউজিল্যান্ড দল।
সিরিজের প্রথম এবং দ্বিতীয় দুটি ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ছয় উইকেট এবং দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। এবং সিরিজের তৃতীয় ম্যাচটি নির্ধারিত কুড়ি ওভার শেষে ড্র হওয়ায়, এই ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারের লাশ দুটি বলে পরপর দুটি ছয় মেরে নাটকীয় ভাবে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। আর এই ম্যাচ জেতার সাথে সাথেই প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিরাট কোহলি নিউজিল্যান্ডের মাটিতে টিটোয়েন্টি সিরিজ জিতল।
আজ সিরিজের চতুর্থ ম্যাচে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত সেই জন্য টিটোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আজ রিজার্ভ বেঞ্চ দেখে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আজ প্রথম একাদশে সামির পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে নবদীপ সাইনি কে এবং চাহালের পরিবর্তে দলে আসতে পারেন কুলদীপ যাদব। এছাড়াও ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।