আজ শনিবার, লকডাউনে একনজরে জেনে নিন সোনা, রুপো, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যসের দাম

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন অবস্থা জারী থাকার মধ্যেও একই রয়েছে সোনার (Gold) দাম। ভারত (India) সরকার করোনা আতঙ্কের জন্য দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে বৈদেশিক যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রেখেছেন। যার একটা বড়ো প্রভাব পড়েছে অর্থনীতির উপর।

Golds

করোনা (COVID-19) আতঙ্কে যেমন মানুষ আতঙ্কিত হয়েছে, তেমনই ক্ষতির মুখে ব্যবসাও। আগামী ১৪ ই এপ্রিল মধ্যরাত অবধি লকডাউন জারী হওয়ায় সাধারণ মানুষ খুব একটা জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না। মানুষ এখন গৃহবন্দি। অত্যাবশ্যকীয় পণ্যের চাহিদা বড়লেও, বন্ধ এখন সোনা, রূপোর দোকান। লোকজন কেনাকাটা না করলেও কিন্তু দামের খুব একটা হেরেফের হয়নি সোনা রূপোতে।

বিশ্ববাজারে ব্যবসার ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু চীনের এই ভয়াবহ পরিস্থিতিতে তাঁদের ব্যবসায়িক বাজার প্রবল ক্ষতির সম্মুখীন। চীনের সাথে বৈদেশিক বাণিজ্য না করতে পারায় ভারতে কিছুটা হলেও কমেছে জিনিসের দাম।

এই লকডাউনের বাজারে আজ সোনার দাম, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪২০৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২০৭ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৮৫ টাকা। অপরদিকে আজকে কলকাতায় (Kolkata) রূপোর মূল্য গ্রাম প্রতি ৪০.৫০ টাকা।

আজকে রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটার ৭২.২৯ টাকা। এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৪.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম হয়েছে ৮৩৯.৫০ টাকা।

ad

Smita Hari

সম্পর্কিত খবর