বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএল (IPL) অভিযানে নামছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়েলস। আজ আইপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কে এল রাহুলের পাঞ্জাব কিংস এবং সঞ্জু সামসনের রাজস্থান রয়েলস। এই মরশুমে দুটি দলই বেশ শক্তিশালী। দুই দলেই রয়েছে একাধিক তারকা। তাই আজকের ম্যাচে যে বেশ জোর টক্কর হবে তা বলাই বাহুল্য। আজকের ম্যাচে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে।
এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:
পাঞ্জাব কিংস:-
কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল/ ডেভিড মালান, পার্বিশমান সিং, নিকোলাস পুরান, শাহরুখ খান, দীপক হুডা, জয়ে রিচার্ডসন, রিলেই মেরেডিথ, মহম্মদ সামি, রবি বিশোই।
রাজস্থান রয়েলস:-
জোস বাটলার, বেন স্টোকস, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিবম দুবে, রাহুল তেহটিয়া, ক্রিস মরিস, লইম লিভিংস্টোন, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী।