একটু সময় চেয়ে নিলেন বিচারপতিরা! জামিন পাচ্ছেন পার্থ? সুপ্রিম কোর্টে শুনানিতে যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। এবার কি কপাল খুলবে পার্থরও (Partha Chatterjee)? সেই নিয়েই চর্চা তুঙ্গে। এরই মাঝে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার কথা থাকলেও তা হল না। কারণ কি?

সূত্রের খবর, শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চে পার্থের মামলার রিপোর্ট জমা পড়েছে। ইডির আইনজীবী রিপোর্ট জমা দিয়েছেন আদালতে। পালটা রিপোর্ট দিয়েছেন পার্থের আইনজীবীও। সেই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। তাই বিচারপতিরা জানিয়েছেন এদিন মামলাটির শুনানি সম্ভব নয়। কিছুটা সময় চেয়েছেন তারা। সুপ্রিম কোর্ট তরফে জানানো হয়েছে, আগে রিপোর্টগুলি খতিয়ে দেখা হবে। তারপরই পার্থের মামলাটির শুনানি হবে। তার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার। সেদিন সুপ্রিম কোর্টে পার্থ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। সেই ইস্যুকে হাতিয়ার করে আদালতে পার্থর আইনজীবী বলেছিলেন, ‘নিয়োেগ দুর্নীতির টাকা পাওয়া গেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্কই নেই’। পার্থর আইনজীবী আরও বলেন, ‘অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই।’

তার দাবি ছিল, ‘অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। যেখানে নিয়োগের দায়িত্ব ছিল পর্ষদ এবং প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তার কোনও ভূমিকাই ছিল না সেক্ষেত্রে। ‘ পার্থর আইনজীবীর দাবি, যে মামলায় পার্থ জেলবন্দি তাতে সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে। তার মধ্যে তো তিন ভাগের এক ভাগ জেলে কেটে গিয়েছে পার্থর। এই যুক্তিতেই ফের জামিনের আর্জি জানানো হয়।

আরও পড়ুন: আবাস প্রকল্পে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ! ফেরত চাইতেই খুন মুর্শিদাবাদে

Partha Chatterjee

পাল্টা ইডি বলেছিল, যার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির নগদ অর্থ উদ্ধার করা হয়, সেই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীনই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এরপর আদালত জানিয়েছিল, চার্জশিট ফাইল না করে কাউকে এত দীর্ঘ সময় পর্যন্ত জেলবন্দি করে রাখা যায় না।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। সেই জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে পার্থর জামিন নিয়ে এক মত হতে পারেনি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপর তৃতীয় বেঞ্চে গিয়েছে পার্থর জামিন মামলা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর