বাংলাহান্ট ডেস্কঃ একদিকে মানুষ রয়েছে প্রাণ সংশয়ে, আর অন্যদিকে ক্রমাগত উর্দ্ধমুখী সোনা (Gold) রূপোর (Silver) দাম। লকডাউনের বাজারেও ক্রমশ বেড়েই চলেছে সোনা রূপোর দাম। একদিকে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, আর অন্যদিকে এই গৃহবন্দি দশাতেও মুখে হাসি সোনা রূপো ব্যবসায়ীদের। করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণের ভয়ে দেশ জুড়ে জারী রয়েছে লকডাউন পরিষেবা। আগামী ১৪ ই এপ্রিল অবধি চলবে এই লকডাউন।
লকডাউনে বন্ধ রয়েছে যানচলাচল। বৈদেশিক ব্যবসাও এখন স্তব্ধ। কিন্তু এই পরিস্থিতিতে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করতে না পারায় ভারতের অর্থনীতি ক্রমগত নিম্নমুখী। আবার করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের প্রচুর অর্থ ব্যয়ও হচ্ছে। যার ফলে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে ভারতে। এই সময় দেশ অনেক আর্থিক সাহায্য পেলেও, সংকটে রয়েছে দেশের মানুষজন। পরিস্থিতি আরও খারাপ হলে বাড়তে পারে লকডাউনের সময়সীমা। তবে এই সংকটের মধ্যেও কিন্তু ক্রমাগত উর্দ্ধমুখী সোনা রূপোর দাম।
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৪০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৪০ টাকা। তবে আজ কিন্তু সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। আজ সোনার দাম বেড়ে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৫১০টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪১৫১ টাকা।
আবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯৫ টাকা। এই ২৪ ক্যারেট সোনার দাম আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৪৯৯০ টাকা এং ১ গ্রামের দাম ৪৪৯৯ টাকা।
সোনার দাম বাড়লেও আজ কিন্তু কমেছে রূপোর দাম। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪০.৯৫ টাকা। আজ কমে দাঁড়িয়েছে ১ গ্রামের দাম ৪০.৯৯ টাকা।
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।