টানা ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি! কখন থেকে শুরু? এক নজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ায় বসন্তের আমেজ। সকালের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই তা উধাও। ওদিকে দিনের বেলায় সূর্য মামার লুকোচুরিতে ঘামতেও হচ্ছে বঙ্গবাসীকে। তবে আপাতত শীতের আমেজ হাওয়া হচ্ছেনা উত্তরবঙ্গ থেকে। পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও আরও বেশ কিছুদিন হালকা ঠান্ডা থাকবে।

আবহাওয়ার দপ্তরের (Alipore Weather Department) আপডেট অনুযায়ী, আজ তাপমাত্রা সামান্য কম থাকলেও মঙ্গলবার থেকেই মেজাজ চড়বে আবহাওয়ার। বাড়বে তাপমাত্রা। সোম-মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এ বছরের মত বিদায় নেবে শীত। তার আগে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সোমবার পর্যন্ত।

   

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Office) অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সোম ও মঙ্গলবার ফের ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের আপডেট, রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। যার জেরে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির হতে পারে। বজ্রবিদ্যু-সহ বিক্ষিপ্ত বৃষ্টিরে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।‌

আরও পড়ুন: আজকের রাশিফল ১৮ ফেব্রুয়ারি, প্রতিটি কাজে সফল হবে এই তিন রাশি

weather77

উত্তরবঙ্গের তাপমাত্রা: আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং এ। আগামী দুদিন সকালে কুয়াশার সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর