বাংলা হান্ট ডেস্ক: ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। সপ্তাহভর ঝড়-বৃষ্টির তাণ্ডবের পর এবার গরম বাড়ছে আবহাওয়ার। গত দুদিনে দক্ষিণবঙ্গ (South Bengal) সহ রাজ্যের সমস্ত জেলাতেই বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর (Weather Office) জানিয়েছে চলতি সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও এবার থেকে উর্দ্ধমুখী হবে পারদ। তবে এরই মাঝে আজ বিকেলের পর বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই চার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। এদিন হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সপ্তাহভর শুষ্ক থাকবে আবহাওয়া। ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকার সম্ভাবনা।
চলতি সপ্তাহে গোটা রাজ্যেই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া-সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। আজ কলকাতা বিকেলের পর দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বড় জামিন! সুপ্রিম কোর্টে ধাক্কা CBI-র, কোন নেতা পেলেন মুক্তি?
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রাতেও শিলাবৃষ্টি হয় কিছু জেলায়। আপাতত রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।