এক ধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! এবার তাপপ্রবাহে জ্বলবে দক্ষিণবঙ্গ: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহভর ঝড়-বৃষ্টির তাণ্ডবের পর এবার বিশ্রাম। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে (South Bengal)। পাশাপাশি চলতি সপ্তাহে এক ধাক্কায় ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। গত দুদিনে ইতি মধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যেই জেলাগুলির তাপমাত্রা বেড়েছে। এবার আরও কিছুটা চড়বে পারদ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার থেকে আরও কমবে বৃষ্টি। বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুকনো থাকবে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া, এমনটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো খটখটে থাকতে চলেছে। পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতির সম্ভাবনা নেই রাজ্যে।

আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেলের পর দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি।

weather 75

আরও পড়ুন: আজকের রাশিফল ১৪ মে, কেরিয়ারে উন্নতি এই চার রাশির

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে রবিবারে মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর