বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহে রীতিমতো ঝড়-বৃষ্টির তোলপাড় চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সেই পালা কাটিয়ে ফের একবার বাড়ছে তাপমাত্রা। চলতি সপ্তাহে রাজ্যের সব জেলায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে কিছুটা খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Department)। মৌসম ভবন জানিয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে উত্তরপূর্ব ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হবে।
IMD-র আপডেট অনুযায়ী বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে অসম, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তরপূর্বের সব রাজ্যেই আগামী ১৬ থেকে ১৮ মে বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে। ১৯ মে দক্ষিণ আন্দামান সাগরে দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু ঢুকবে। সিকিমেও ও আন্দামানেও বৃষ্টি হবে আগামী সাতদিন।
দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি? এরপর বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। তবে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী ১৯ মে বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূমে। ২০ তারিখ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়।
২১ তারিখও চলবে বৃষ্টি। এদিন হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৬ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। এই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া-সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে।
আরও পড়ুন: পার্থ, জ্যোতিপ্রিয় অতীত, এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট! তোলপাড় করা দাবি শুভেন্দুর
উত্তরেবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা বৃষ্টি হতে পারে।