হাতে মাত্র কয়েক ঘণ্টা! ফের কালবৈশাখী ঝড় বৃষ্টির তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গরমে ফুটছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গ (South Bengal) তো দূর, উত্তরের পাহাড়েও বহাল অস্বস্তি। এবছর নির্ধারিত সময়ের অনেকটাই আগে ঢুকে যাচ্ছে বর্ষা (Monsoon) এখনও এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Office)। তবে তার আগে আজ ফের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাংলার একাধিক জেলায়।

শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এইদিন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বহাল থাকবে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি।

তবে কাল থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া, হতে পারে কালবৈশাখীও (Kalbaisakhi)। ১৯ মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ। রবিবার পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

২০ তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে। এরপর ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়।

আরও পড়ুন: আকাশপথে রাস্তা ১২০০ কিমির পথ! ভারত এবার তৈরি করবে নতুন যুগ, তাকিয়ে দেখবে সারা বিশ্ব

আজ ১৮ তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরে বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গে হুড়মুড়িয়ে বেড়েছে তাপমাত্রাও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X