বাংলা হান্ট ডেস্ক: ফের ঠান্ডা হচ্ছে আবহাওয়ার মেজাজ (Weather Update)। সকাল থেকেই রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ, বইছে ঝোড়ো হাওয়া। কোথাও আবার টুপটাপ বৃষ্টি। যদিও আজ দক্ষিণবঙ্গের (South Bengal) কোথাওই ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। তবে অস্বস্তিকর গরম মাত্র কয়েক ঘণ্টা। রবিবারই ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
আজ শনিবার বেলা বাড়লেই বাড়বে গরম। এদিন দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি কলকাতায় বিরক্ত করবে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি। ১৯ মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ। রবিবার পশ্চিমের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সোমবার থেকে বাড়বে বৃষ্টি। ২০ তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। ঝড়-বৃষ্টি চলবে কলকাতাতেও। ফের একবার পড়বে তাপমাত্রা। ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই সমস্ত জেলা গুলিতে।
আরও পড়ুন: একের পর এক নির্দেশ অমান্য! এবার রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট
রবিবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে। কালবৈশাখীর সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত উত্তরে বৃষ্টি চলবে। তারপর উত্তরে কমলেও দক্ষিণে বহাল থাকবে বৃষ্টিপাত।