বাংলা হান্ট ডেস্ক: ফের কিছুটা কমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝেঁপে বৃষ্টিও হয়েছে গতকাল। প্রতিনিয়তই যেন আবহাওয়ার ভোলবদল। গরমের পর এবার ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। আজই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলা গুলিতে। অন্তত এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Office)। কোন কোন জেলা ভিজবে? দেখুন পূর্বাভাস।
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামোটি শুকনোই থাকবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।
এদিকে আজ একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল অর্থাৎ ২০ মে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: নিম্নচাপের আগেই বাংলায় শুরু ঝড়বৃষ্টি! রবিবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের এই ১০ জেলাঃ আবহাওয়ার খবর
২১ এবং ২২ মে গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। ২৩ এবং ২৪ তারিখও রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।