বাংলা হান্ট ডেস্ক: এবছর অনেক আগে ঢুকল বর্ষা। রবিবার ১৯ মে দক্ষিণ পশ্চিম বর্ষা ঢুকে পড়ছে দক্ষিণ আন্দামান-সহ দেশের বিভিন্ন জায়গায়। এর জেরে সোমবার থেকেই আবহাওয়ার (Weather Update) রাট পরিবর্তন আসতে পারে। পাশাপাশি আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। সন্ধ্যার পর থেকেই ঝেঁপে বৃষ্টি আসতে পারে একাধিক জায়গায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামোটি শুকনোই থাকবে। তবে কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। হতে পারে কালবৈশাখী ঝড়ও।
আগামীকাল সোমবার ২০ তারিখ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূমে, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে সতর্কতা।
আগামী সাত দিন রাজ্যের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ২১ এবং ২২ মে গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। ২৩ এবং ২৪ তারিখও সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে নয়া মোড়! এবার ঘুরে যাবে খেলা? জ্যোতিপ্ৰিয়র মামলায় যা হল আদালতে…
সোমবার থেকে দক্ষিণবঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টিপাতের শুরু। ব্যতিক্রমী নয় কলকাতাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও জারি থাকবে বৃষ্টি।