বাংলা হান্ট ডেস্ক: মিলছে পূর্বাভাস! ধীরে ধীরে ফিরবে স্বস্তি? বৃহস্পতিবার শহর কলকাতার তাপমাত্রা নামল ৪০ ডিগ্রির নীচে। দক্ষিণবঙ্গের (South Bengal) ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কিছু অংশে তাপপ্রবাহ থাকলেও আজ কিছুটা কমেছে তাপমাত্রা। এরই মাঝে বিরাট স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর (Weather Office)। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে আজও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয়বাষ্প ঢুকছে আর এর জেরেই ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৩ ডিগ্রি পতন হল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রায়। বুধবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। গতকাল রাতে সুন্দরবনেও ঝড়-বৃষ্টি হয়েছে। আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা।
৪ তারিখের পর থেকেই এক নাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। এরপর ৫ মে রবিবার বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। সোমবার বাড়বে বৃষ্টি। এদিন ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কেবল দক্ষিণবঙ্গই নয়, ৬ মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকেই আবহাওয়ার বদল আসবে। আরও কমবে তাপমাত্রা। উধাও হবে তাপপ্রবাহ। সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৮ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে।
আরও পড়ুন: ঘুমোতে পারেননি সারা রাত! পদ হারানোর পর এবার হাউ হাউ করে কেঁদেই ফেললেন কুণাল
আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির হতে পারে। আগামী ৭ মে পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। এই সময়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও।