এক ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির তোলপাড়, তড়িঘড়ি জারি সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক: আজ পঞ্চম দফার ভোট। সকালের দিকে আবহাওয়া (Weather Update) ভালো থাকলেও এবার শুরু ঝড়-বৃষ্টি। দুপুর ২ টোর মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি হল হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। শুধু এই তিন জেলাই নয়, আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)।

আবহাওয়া দফতরের ( Weather Report ) রিপোর্ট অনুসারে, আগামী দু’ঘণ্টায় হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই এই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ৩ জেলার মানুষকে দুর্যোগের সময় ঘরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

   

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাই। টানা সাত দিন বাংলায় বৃষ্টি চলবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা। কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীও।

সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই সমস্ত জেলায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝড় উঠতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

weather 58

আরও পড়ুন: ’৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে…’! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম পদক্ষেপ কার্তিক মহারাজের, শোরগোল রাজ্যে

সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলবে বাংলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর