বাংলা হান্ট ডেস্ক: সূর্যের দাপটে নাজেহাল মানুষ। দক্ষিণবঙ্গে (South Bengal) তীব্র তাপপ্রবাহে জারি হয়েছে হাই অ্যালার্ট। দিনদিন লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। এই বুঝি বৃষ্টি হবে, মিটবে দহন জ্বালা! তবে তা কেবল ভাবনাতেই সীমাবদ্ধ। দক্ষিণবঙ্গের জন্য আরও খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তারের কোনও রাস্তা নেই বলেই আবহাওয়া দফতর (Weather Office)।
শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আবহাওয়া আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
আগামীকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। হুগলী, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য আপাতত কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
বৃষ্টি নিয়ে আপাতত কোনও স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সামান্য বৃষ্টির পূর্বাভাসও দিতে পারে নি আবহাওয়া অর্থাৎ এপ্রিলের শেষে আর বৃষ্টি হবে না। তবে উত্তরের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: BJP-র সঙ্গে আঁতাত! ‘দেশ থেকে কলকাতা হাই কোর্ট তুলে দেওয়া উচিত’! বোমা ফাটালেন অভিষেক
শুক্রবারও উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড় বাদে উত্তরের সমতলেও বজায় থাকবে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি। এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি রয়েছে।