বাংলা হান্ট ডেস্ক: বৈশাখ মাসে খেল দেখাচ্ছে তাপপ্রবাহ। অসহ্য গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে (South Bengal) দুর্যোগ বললেও ভুল হবে না। শনিবার গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। কলকাতা (Kolkata) সহ দক্ষিণে দীর্ঘতম তাপপ্রবাহ ভেঙেছে গত পঞ্চাশ বছরের রেকর্ড। তবে এত সব খারাপ খবরের মাঝে এবার আশার খবর শোনালো আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ এমনটাই জানালো হাওয়া অফিস (Weather Department)।
আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, বৃষ্টির জন্য আর বেশিক্ষণ অপেক্ষা নয়, আজ সন্ধ্যাতেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম হালকা বৃষ্টি হতে পারে। তবে এর জেরে এখনই তাপমাত্রা কমবে না। আগামী সপ্তাহে ফের বৃষ্টির জেরে এক ধাক্কায় নামতে পারে তাপমাত্রা। দমবে লু এর প্রভাবও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ মে থেকে ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার থেকে আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টি হবে না। বৃষ্টির স্বাদ পেতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
আপাতত দক্ষিণবঙ্গে ৪ মে পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। অধিকাংশ জেলায় জারি থাকবে লাল সতর্কতা। ওদিকে রবিবার ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: বাংলায় BJP-র দুটো চোখ, একটা সিপিএম অন্যটা কংগ্রেস, মালদহ থেকে বিরোধীদের আক্রমণ মমতার
রবিবার রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। আগামীকাল বৃষ্টি না হলেও মঙ্গল, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায় খটখটে থাকবে আবহাওয়া। তাপপ্রবাহের জেরে জারি থাকবে সতর্কতা।