বাংলা হান্ট ডেস্ক: লাগাতার গরম তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে (South Bengal)। যার জেরে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। খটখটে আবহাওয়া। বৃষ্টির দেখা মিলেছিল সেই গত মাসে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। কোথাও কোথাও ৪৫ পার। তবে শীঘ্রই এই দহন জ্বালা জুড়োবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ( Weather Update)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ। অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। হাওয়া অফিস জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
সোমবার থেকে আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। লাল সতর্কতা জারি হয়েছে, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতে। তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং ২ তারিখ থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে রাজ্যে।
চলতি সপ্তাহে বৃষ্টির জেরে নামতে পারে তাপমাত্রা। দমবে লু এর প্রভাবও। ওদিকে আজও জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘৫,৪০০ অযোগ্যকে বাঁচানোর জন্য ১৮-২০ লাখ করে টাকা তুলেছে’, এবার বোমা ফাটালেন শুভেন্দু
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে গরম থাকলেও শুক্রবার থেকে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। সোমবারের পর মঙ্গল, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত পাহাড়ি জেলা গুলি ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।