বাংলা হান্ট ডেস্ক: টানা দু-তিন দিন ঝড় বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে এবার হবে বেহাল অবস্থা। আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী ৫ দিন খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দু-এক জেলায় খানিক বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বরং বাড়বে। পয়লা বৈশাখের আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঈদে পশ্চিমাঞ্চলে খানিক বৃষ্টি হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আর তার সাথেই খারাপ খবর হল, আজ থেকে আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে।
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তপ্ত গরমে নাজেহাল হবে অবস্থা। পশ্চিমের জেলা গুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নববর্ষ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা।
তবে আজও বৃষ্টির সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। পশ্চিমের জেলা গুলির পাশাপাশি উপকূলীয় দক্ষিণ ২৪ পরগনা জেলার আজ বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সাথে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: সমাজমাধ্যমে হতে হয় হেনস্থা! রিঙ্কুর ৫ ছক্কার পরে খাওয়া-দাওয়া বন্ধ করেছিলেন যশের মা
উত্তরবঙ্গের আবহাওয়া: আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বাড়বে দুর্যোগ। এদিন ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে উত্তরের ওপরের জেলার গুলিতে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।