সাথেই রাখুন ছাতা! কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, জারি সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক: ঝলমলে নিল আকাশ। পুজোর আর হাতে গোনা কিছুদিন। বৃষ্টির দাপট কমায় বর্তমানে শপিং এ ব্যস্ত সকলে। যদিও গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ বিকেলের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, একটু পরেই হুগলী, বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে ফের আবহাওয়ার বদল হতে পারে।

আরও পড়ুন: কিছু সুযোগ দেওয়া হোক! ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের নিয়ে আদালতে সওয়াল বিচারপতি সিনহার

পুজোর আগে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে বলে আবহওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন: বড় ছেলে রেলে চাকরি করেও তাকে দেখেন না! বৃদ্ধা মায়ের কান্না শুনে বিরাট নির্দেশ বিচারপতি গাঙ্গুলির

weather

উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। কালিম্পঙের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

 


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর