বাংলা হান্ট ডেস্ক: পুজোর মাত্র কয়েকটা দিন। ধূসর মেঘ কাটিয়ে ধরা দিয়েছে শরতের ঝলমলে নিল আকাশ। পুজোর আগেই এই কয়েকটা দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা সেরম নেই দক্ষিণবঙ্গে। শুষ্ক থাকবে আবহাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আপাতত ২-৩ দিন কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি হতে পারে। পুজোর আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে রবি ও সোম উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুন: বাড়িতে বসেই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা নিয়ে বিরাট ঘোষণা মমতার! পুজোর পরই সুখবর
যদিও উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। কালিম্পঙের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ক্ষীণ বৃষ্টি হতে পারে। যদিও কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি।
তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৭ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা পরবর্তীতে উত্তর দিকে এগিয়ে বাংলাদেশের পদ্মার মোহনায় পৌঁছতে পারে। সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদি এই ঘূর্ণাবর্তের গতিপথ সম্পর্কে এখনও কিছু নির্দিষ্ট করে জানা যায়নি।