এবার পুড়বে দক্ষিণবঙ্গ! আজ কখন বৃষ্টি হবে কলকাতায়? একনজরে আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চলছে বৈশাখ মাস আর বৈশাখ মানেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। গত দুদিন ধরে রীতিমতো ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেট একাধিক জেলা। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে এবার ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গেট কিছু জেলায় আজ বৃষ্টিও হবে। কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?

আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়ার। কলকাতায়ও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামীকাল থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই।

চলতি সপ্তাহেই তাপমাত্রা বৃদ্ধি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একলাফে বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।

আজ কলকাতার আকাশ আংশিক মোঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহ নিয়েও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেশি পরিমাণে জল পানের পাশাপাশি, শরীর ঢেকে রাখা, সানগ্লাসের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

west bengal weather update

আরও পড়ুন: এই স্টেশনগুলো দিয়েই চলবে বাংলা টু সিকিমের ট্রেন! বড়সড় আপডেট দিল ভারতীয় রেল

উত্তরবঙ্গে আজও কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও কোনো সতর্কতা জারি হয়নি। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে সমস্ত জেলাই ভিজতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X