দ্বাদশীতে বৃষ্টির পূর্বাভাস! লক্ষীপুজোতেও ভাসবে দক্ষিণবঙ্গ? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: মর্ত থেকে বিদায় নিয়ে কৈলাসে পাড়ি দিয়েছে উমা। সকলের মন ভার। সাথে আবহাওয়ারও। শনিবার লক্ষী পুজো। দুর্গাপুজোর শেষ দুদিন নবমী ও দশমীতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গতকালও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। এ বার লক্ষীপুজোতেও কী বৃষ্টি হবে? আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় কেটে গিয়েছে দুর্যোগ। দশমীর রাতেই বাংলাদেশে প্রবেশ করেছে হামুন। মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হয়। ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ে নি।

হাওয়া অফিস জানাচ্ছে, শীঘ্রই শীতের আমেজে গাঁ ভাসাতে পারবে রাজ্যবাসী। আজ দ্বাদশীতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

বৃহস্পতিবারও দুই পরগনার কয়েকটি এলাকা সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে তারপর থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও সেরম বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। অর্থাৎ নির্বিঘ্নেই কাটবে লক্ষীপুজো। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া।

weatherl

আরও পড়ুন: দ্বাদশীর সকালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছে গেল ED, তারপরই তোলপাড়…

আবহাওয়া দফতর সূত্রে খবর (Alipore Weather Office), উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে ইতিমধ্যেই হানা দিতে শুরু করেছে শীত। রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর