বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তেই গ্রীষ্মের ফিল! হু হু করে বাড়ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা। সকালে প্রখর রোদ, রাতে অস্বস্তিকর গরম, দুইয়ের জেরে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। এই আবহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে আগামী সোমবার অবধি দক্ষিণের নানান জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে (Weather Update)।
আজ ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলা?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে বেলা যত বাড়বে ততই বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ রামনবমীর জন্য হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ! ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার ভিজতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়াও বইতে পারে। রবি ও সোমবার আবার পূর্বের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather) কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভিজতে পারে কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ি। রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একটু বৃদ্ধি পাবে। ওই তিন জেলার পাশাপাশি ভিজতে পারে মালদহ। তবে উত্তরের তাপমাত্রায় আপাতত বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, চৈত্রের চাঁদিফাটা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। প্রখর রোদে কিছুক্ষণ বাইরে দাঁড়ালেই ঘেমে নেয়ে স্নান করে যাচ্ছে মানুষ। এই আবহে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলে এই ভ্যাপসা, অস্বস্তিকর গরম থেকে সাময়িক রেহাই মিলবে বলে আশা করা হচ্ছে।