মেষ রাশি (21শে মার্চ-20শে এপ্রিল)- আজ নিজেকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন পাশাপাশি দেখবেন বাড়তি পয়সা আজ ঘরে আসবে৷
বৃষ রাশি(21শে এপ্রিল-21শে মে)- আজকের দিনটি অত্যন্ত অস্বস্তির মধ্যে দিয়ে কাটতে পারে তবে অবশ্যই পরিস্থিতি অনুযায়ী নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রান চেষ্টা করুন৷
মিথুন রাশি(22শে মে-21শে জুন)- ওজন নিয়ন্ত্রণে আনতে খাদ্য তালিকা বদলে ফেলুন৷আজ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভাল৷ আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন তাই বেরিয়ে আসার চেষ্টা করুন৷
কর্কট রাশি(22শে জুন-22শে জুলাই)- ভবিষ্যতের চিন্তায় আজ দিনটি উত্তন্ত চিন্তার মধ্য দিয়ে কাটবে৷ তবে যে কাজ করবেন তা মাথা ঠান্ডা রেখে করাই ভালো, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানের উপর ভরসা রাখুন৷
সিংহ রাশি(23শে জুলাই-23শে আগষ্ট)- আজ আপনার মন অশান্ত হয়ে উঠতে পারে তাই যোগ ব্যায়াম এবং মেডিটেশন করুন৷ শারীরিক সুস্থতার জন্য অবশ্যই নিজের নিয়ন্ত্রণ রাখুন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেট ধরে রাখুন৷
কন্যা রাশি(24শে আগষ্ট-23শে সেপ্টেম্বর)- আজ বুঝে শুনেই দিন কাটানোর চেষ্টা করুন, বন্ধুবান্ধব বা বাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পরতে পারেন৷ আজ কিন্তু বিভিন্ন দিক থেকে ভাল কাজে শুরু আসতে পারে তাই সাবধান থাকুন৷
তুলা রাশি(24শে সেপ্টেম্বর-23শে অক্টোবর)- যে সমস্ত ব্যক্তিরা রাজনৈতিক তার সঙ্গে যুক্ত তাঁদের দিনটি আজ অন্য ভাবে কাটবে, এ ছাড়াও আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে তবে অযথা অশান্তি নিজের জীবনের ক্ষতি করতে পারে তাই সাবধান৷
বৃশ্চিক রাশি(24শে অক্টোবর-22শে নভেম্বর)- অর্থের জন্য চাপ বাড়তে পারে, ভালো কাজ না হওয়ার জন্য অনেক কষ্ট পেতে পারেন৷ এ ছাড়াও বাড়তি কাজের চাপ আপনার মনকে অশান্ত করে তুলবে৷
ধনু রাশি(23শে নভেম্বর-21শে ডিসেম্বর)- নতুন করে কোনও কাজের চেষ্টা করলে তা কিন্তু সফরের আগেই সম্ভাবনা নেই তাই অত্যন্ত চোখ কান খোলা রেখে কাজ করতে হবে৷ আজ ভাল কাজের সুযোগ আসলেও বুদ্ধির জন্য সমস্যায় পড়তে পারেন৷
মকর রাশি(22শে ডিসেম্বর-20শে জানুয়ারী)- আপনার পরিবারের সদস্যরা আজকের দিনেই আপনার বিভিন্ন সমস্যায় আপনার পাশে থাকবে৷ পুরনো জিনিস থেকে অনেক আয় করার সম্ভাবনা রয়েছে৷
কুম্ভরাশি(21শে জানুয়ারী-18ই ফেব্রুয়ারী)- নিজের কাজের জায়গায় আজ অত্যন্ত ভাল থাকার চেষ্টা করুন তাহলে সাফল্য পাবেন৷ এ ছাড়াও আজ বেশি আয়ের সম্ভাবনা রয়েছে৷
মীন রাশি(19শে ফেব্রুয়ারী-20শে মার্চ)-বাড়িতে বিপদ হতে পারে তাই অত্যন্ত সাবধান থাকবেন৷ ব্যবসার জন্য খরচ বাড়তে পারে তাই সাবধানে থাকবেন আজ৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার