বাংলা হান্ট ডেস্ক : আজ শুক্রবার, রাশি অনুযায়ী আজকে আপনার দিনটি কেমন যাবে দেখে নিন-
মেষ রাশি (21শে মার্চ-20শে এপ্রিল)- আজ মানসিক দিক দিয়ে শান্তি পাবেন, বৈবাহিক জীবন অনেক সুখী হবে এবং আপনার নম্র আচরণ সকলের মন জয় করবে৷ পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে৷
বৃষ রাশি(21শে এপ্রিল-21শে মে)- বৃষ রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হতে পারে, স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্কে সমস্যা বাড়তে পারে৷ তবে কর্মক্ষেত্রে নিজের সুনাম বৃদ্ধি হতে পারে৷
মিথুন রাশি(22শে মে-21শে জুন)- মিথুন রাশির জাতক জাতিকাদের আজ শারীরিকভাবে ভীষণ অসুস্থতার সম্ভাবনা রয়েছে৷ শত্রুর সংখ্যা বাড়তে পারে, কর্মক্ষেত্রে নতুন কোনও বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে৷
কর্কট রাশি(22শে জুন-22শে জুলাই)- কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বিভিন্ন দিক থেকেই আত্মত্যাগ করতে হতে পারে৷ তবে দুস্থদের পাশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে৷ নানান রকমের শারীরিক পরিস্থিতি আপনাকে সমস্যায় ফেলতে পারে৷
সিংহ রাশি(23শে জুলাই-23শে আগষ্ট)- সিংহ রাশির জাতক জাতিকাদের আজ বিভিন্ন দিক থেকে অসুস্থতার সম্ভাবনা রয়েছে৷ আজ যে কোনও সুখবর আসতে পারে, নিজে বিপদের মুখে পড়তে পারেন৷
কন্যা রাশি(24শে আগষ্ট-23শে সেপ্টেম্বর)- কন্যা রাশির জাতক জাতিকাদের আজ পরিশ্রমের ফল পাবেন, দীর্ঘদিন ধরে যে পারিবারিক অশান্তি আছে তা মিটে যেতে পারে, মানসিক দিক দিয়ে কষ্ট অনেক বাড়বে৷
তুলা রাশি(24শে সেপ্টেম্বর-23শে অক্টোবর)- তুলা রাশির জাতক জাতিকারা আজ নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবে ন৷ শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে, ঘরের যে কোনো সমস্যা সহজেই মিটে যাবে৷ বাড়ির সকলের সঙ্গে ভ্রমণের সুযোগ পাবেন৷
বৃশ্চিক রাশি(24শে অক্টোবর-22শে নভেম্বর)- বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসার দিক থেকে অর্থ অপচয় হতে পারে এবং উচ্চ শিক্ষার সম্ভাবনা থাকলে তাতে কিন্তু বাধা আসতে পারে৷ আজকের দিনে বাজে চিন্তা থেকে দূরে থাকাই ভাল, সন্তানদের নিয়ে মনে চিন্তা বাড়াবে৷
ধনু রাশি(23শে নভেম্বর-21শে ডিসেম্বর)- ধনু রাশির জাতক জাতিকাদের সকাল থেকে স্ত্রী বা স্বামীর সঙ্গে বিবাদ বাধতে পারে৷ আধ্যাত্মিক কাজ করতে হতে পারে, কর্মক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা৷ তবে দীর্ঘদিন ধরে যে সাংসারিক সমস্যা চলে আসছে তা থেকে মুক্তি পাবেন৷
মকর রাশি(22শে ডিসেম্বর-20শে জানুয়ারী)- মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায় ক্ষতি হতে পারে, তবে স্ত্রী বা পরিবারের সকলের সঙ্গে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো সমস্যার সমাধান অচিরেই সম্ভাবনা৷
কুম্ভরাশি(21শে জানুয়ারী-18ই ফেব্রুয়ারী)- কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ রাগের জন্য বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে৷ বাড়িতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে, যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ বিভিন্ন দিক থেকে সুযোগ আসতে পারে৷
মীন রাশি(19শে ফেব্রুয়ারী-20শে মার্চ)- মীন রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক দিক দিয়ে বেশ স্বচ্ছলতা আসবে, নিজের সংসদ পূরণের সুযোগ পাবেন৷ পেশাগত দিক দিয়ে উন্নতি করতে পারবেন৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার