বাংলা হান্ট ডেস্ক : আজ বুধবার, দুর্গাপুজোর চতুর্থী৷ আজকের এই শুভদিনে রাশি অনুযায়ী আপনার দিনটি কেমন যাবে দেখে নিন-
মেষ রাশি (21শে মার্চ-20শে এপ্রিল)- মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব কষ্টের মধ্য দিয়ে কাটতে পারে কার্ড উপার্জিত টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে৷ প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে৷
বৃষ রাশি(21শে এপ্রিল-21শে মে)- বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত অস্বস্তির মধ্যে দিয়ে থাকতে পারে তাই সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন এমন কী পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করাই ভালো৷
মিথুন রাশি(22শে মে-21শে জুন)- তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন না হলে সমস্যায় পড়তে পারেন, ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন৷ এমনকি খাদ্য তালিকা বদল করার চেষ্টা করুন৷
কর্কট রাশি(22শে জুন-22শে জুলাই)- ভবিষ্যতের চিন্তা করে আজকের দিনটি খুব হতাশা পূর্ণ ভাবে কাটবে তবে বর্তমানের ওপর ভরসা রাখুন৷
সিংহ রাশি(23শে জুলাই-23শে আগষ্ট)- আজ যে কোনও পরিস্থিতি আপনার উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে তাই বুদ্ধিদীপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে দিনটি কাটানোর চেষ্টা করুন৷ তবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে৷
কন্যা রাশি(24শে আগষ্ট-23শে সেপ্টেম্বর)- কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শান্তিপূর্ণভাবে কাটবে, খুব অল্প সময়ে অধিক কাজ করতে পারবেন আপনি৷
তুলা রাশি(24শে সেপ্টেম্বর-23শে অক্টোবর)- ওরা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত আবেগের মধ্য দিয়ে কাটবে তাই আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তা না হলে সমস্যায় পড়তে পারেন৷
বৃশ্চিক রাশি(24শে অক্টোবর-22শে নভেম্বর)- যাঁরা গাড়ি চালান তাঁরা গভীর রাতে খুব সাবধানে গাড়ি চালাবেন এমনকি জীবনযাত্রার উপরেও সাবধানতা অবলম্বন করতে হবে৷ নিজের সমস্যা বন্ধুদের উপরে চাপানোর চেষ্টা করবেন না৷
ধনু রাশি(23শে নভেম্বর-21শে ডিসেম্বর)- আপনার শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য অবশ্যই খেলাধুলা এবং যোগ ব্যায়াম করুন৷ আজকের দিনটি অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে দিয়ে কাটতে পারে৷
মকর রাশি(22শে ডিসেম্বর-20শে জানুয়ারী)- মকর রাশির জাতক জাতিকারা আজ জ্যোতিষতাত্ত্বিক পথ অবলম্বন করতে পারেন, স্বাস্থ্য পরিস্থিতি মোটামুটি, দিনটি খুবই সন্দেহজনক ভাবে কাটতে পারে৷
কুম্ভরাশি(21শে জানুয়ারী-18ই ফেব্রুয়ারী)- কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে৷ আজ পরিবারের সদস্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিন৷
মীন রাশি(19শে ফেব্রুয়ারী-20শে মার্চ)- মীন রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি শারীরিকভাবে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে, প্রেম জীবন বা বিবাহিত জীবন সুখের সম্ভাবনা৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার