আজকের রাশিফল শুক্রবার, 4 অক্টোবর 2019

বাংলা হান্ট ডেস্ক : আজ মহাষষ্ঠী জেনে নিন রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে-

মেষ রাশি (21শে মার্চ-20শে এপ্রিল)- মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সুখকর হয়ে উঠবে৷ আয় বৃদ্ধি পাবে এবং পরিবারের কোনও সদস্যদের সঙ্গে মতবিরোধ থাকলে তা সহজেই মিটে যাবে৷

বৃষ রাশি(21শে এপ্রিল-21শে মে)- বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সহ তাই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে কোনও চিন্তার অবসান ঘটবে এবং কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাতে আজ লাভবান হতে পারেন৷

মিথুন রাশি(22শে মে-21শে জুন)- মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত মন্দের ভালোর মধ্যে দিয়ে কাটবে, খরচ বাড়তে পারে এবং কাজের সূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে৷

কর্কট রাশি(22শে জুন-22শে জুলাই)- কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সতর্কতার মধ্যে দিয়ে কাটাতে হবে, ঝুঁকিপূর্ণ যে কোনও কাজের মুখোমুখি হতে পারেন এই ছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে৷

সিংহ রাশি(23শে জুলাই-23শে আগষ্ট)- ক্ষুদ্র মাঝারি ও পাইকারি বা খুচরো ব্যবসায়ীরা আজ ভালো আয় করতে পারেন, সাংসারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে৷ পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে৷

কন্যা রাশি(24শে আগষ্ট-23শে সেপ্টেম্বর)- কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা সুখকর নয়৷ যে কোনও শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারেন কিন্তু তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে৷ কখনও কাউকে টাকা ধার দেবেন না৷

তুলা রাশি(24শে সেপ্টেম্বর-23শে অক্টোবর)-   তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ তাই যে কোনও বিষয়ে লাভবান হতে পারেন৷ অনেক দিন ধরে চলে আসা ব্যবসায়ীকে ঝামেলা মিটে যাবে৷ আজ কোনও অন অভিপ্রেত সংবাদ পেতে পারেন৷

বৃশ্চিক রাশি(24শে অক্টোবর-22শে নভেম্বর)- আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সারাদিন ব্যস্ততার মধ্যদিয়ে দিনটি কাটাতে পারবেন৷ শরীর স্বাস্থ্য বেশ ভাল যাবে, যানবাহন কয়েক বিক্রয় শুভ৷

ধনু রাশি(23শে নভেম্বর-21শে ডিসেম্বর)- আজ ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে৷ যদি কোনও বন্ধু বা পরিবারের সদস্য বিদেশে থাকেন সে ক্ষেত্রে সুখবর আসতে পারে৷

মকর রাশি(22শে ডিসেম্বর-20শে জানুয়ারী)- আজ মকর রাশির জাতক জাতিকারা ধার দেওয়া টাকা উদ্ধার করতে পারবেন৷ এ ছাড়াও আজ অর্থ রোজগারের সম্ভাবনা রয়েছে৷ পরিবার পরিজন নিয়ে ছোটখাটো জায়গায় ঘুরতে যেতে পারেন৷ 1

কুম্ভরাশি(21শে জানুয়ারী-18ই ফেব্রুয়ারী)- কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আজ খুব ভাল যাবে৷ আজ কোনও সাংগঠনিক কাজের দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে৷

মীন রাশি(19শে ফেব্রুয়ারী-20শে মার্চ)- মীন রাশির জাতকদের আজ ব্যয় বৃদ্ধি হবে, আর্থিক দিক থেকে আয় হবে এবং দিনটি ঝামেলা মুক্ত হয়ে উঠবে৷

সম্পর্কিত খবর