বাংলা হান্ট ডেস্ক : আজ শনিবার জেনে নিন রাশি অনুযায়ী মহাসপ্তমীর দিন আপনার কেমন যাবে-
মেষ রাশি (21শে মার্চ-20শে এপ্রিল)- আজকের দিনে কোথাও আপনার কর্মসংস্থান হতে পারে এছাড়াও কারও কাছে দামি জিনিস উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
বৃষ রাশি(21শে এপ্রিল-21শে মে)- বৃষ রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে প্রেমের জন্য খরচ বাড়বে তবে বৈবাহিক জীবন খুব একটা সুখকর নয়৷
মিথুন রাশি(22শে মে-21শে জুন)- প্রেমের জন্য আজকের দিনটি মন্দের ভালো, আজ আপনি আপনার পছন্দ মতো কাজ পেয়ে যাবেন, আজ বন্ধুদের কাছ থেকে বিভিন্ন দিক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
কর্কট রাশি(22শে জুন-22শে জুলাই)- কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায় সম্মান ও লাভ বাড়বে তবে পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি হবে প্রিয়জনের সঙ্গে অন্তরঙ্গতা বাড়বে৷
সিংহ রাশি(23শে জুলাই-23শে আগষ্ট)- আজ বুদ্ধির জোরে শত্রু বিনাশ করুন, আজকের দিনে ভ্রমণের যোগ রয়েছে পাশাপাশি কাজে সুনাম অর্জন করবেন৷
কন্যা রাশি(24শে আগষ্ট-23শে সেপ্টেম্বর)- কন্যা রাশির জাতক জাতিকাদের আজ প্রেমের জন্য বিবাদ বাড়বে৷ ব্যবসায় ভাল ফল করলেও পরিবারের কারও শরীর স্বাস্থ্য চিন্তায় ফেলবে৷
তুলা রাশি(24শে সেপ্টেম্বর-23শে অক্টোবর)- তুলা রাশির জাতক জাতিকাদের আজ চিকিত্সার জন্য খরচ বাড়তে পারে, ব্যবসা ক্ষেত্রে সময় কিন্তু খুব একটা ভালো নয় তবে পড়াশোনার ক্ষেত্রে যারা মেধাবী তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন৷
বৃশ্চিক রাশি(24শে অক্টোবর-22শে নভেম্বর)- বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ তিনটি খুব একটা সুখকর নয়, সম্পত্তি কেনাবেচা হতে পারে৷ পড়াশোনা চিন্তায় ফেলবে৷
ধনু রাশি(23শে নভেম্বর-21শে ডিসেম্বর)- ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজ দিনটি অত্যন্ত চিন্তার মধ্য দিয়ে কাটবে৷ শারীরিক জীবন খুব কষ্টকর হয়ে উঠবে, বিবাহে বাজে কোনও শুভ কাজে বাধা আসতে পারে৷
মকর রাশি(22শে ডিসেম্বর-20শে জানুয়ারী)- মকর রাশির জাতক জাতিকাদের আজ আইনি কাজে সাফল্য আসবে দীর্ঘদিনের শারীরিক সুস্থতা কাটিয়ে উঠতে পারবেন৷ শেয়ার ব্যবসায় প্রচণ্ড ক্ষতির সম্ভাবনা৷ তবে বন্ধুদের কাছ থেকে ভাল খবর পেতে পারে৷
কুম্ভরাশি(21শে জানুয়ারী-18ই ফেব্রুয়ারী)- আজকের দিনটিতে বিশেষ বিশেষ সুযোগ আসতে পারে তাই যদি লটারি কেটে থাকেন তাহলে কিন্তু বড় ধরনের সুযোগ পাবেন৷ এ ছাড়াও বাড়তি কোনও পাওনা টাকা আদায় হতে পারে৷
মীন রাশি(19শে ফেব্রুয়ারী-20শে মার্চ)-মীন রাশির জাতক জাতিকাদের আজ সংসারে কোনও কিছু নিয়ে বিবাদ দেখা দিতে পারে৷ যে কোনও শুভ কাজে বাধা আসতে পারে৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার