মেয়ের মৃত্যুর পর মুখ বন্ধ রাখতে বলেছিলেন এই দুই TMC নেতা! এত দিনে নাম ‘ফাঁস’ করলেন তিলোত্তমার মা-বাবা

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ আর জি কর মামলার (RG Kar Case) শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি।

আরজি কর মামলা আজ হাইকোর্টে-RG Kar Case

প্রথম থেকেই নির্যাতিতার পরিবার (Victims Family) তদন্ত নিয়ে অসন্তুষ্ট ছিল। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ফের তদন্তের দাবি জানিয়েছিল তারা। নির্যাতিতার পরিবারের দাবি ছিল, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা হোক। মেয়ের মৃত্যুর ন্যায়-বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। আজ সেই সংক্রান্ত মামলার শুনানি।

সোমবার হাইকোর্টে যাওয়ার আগের মুহূর্তেও তীব্র অসন্তোষ ও চূড়ান্ত হতাশায় ফেটে পড়লেন নির্যাতিতার মা-বাবা। তাদের প্রশ্ন, ‘এতদিন CBI কিছু করেনি কেন? ৭ মাস পর এসে নড়েচড়ে বসলে কিছু কী লাভ হবে?’ এরপরই বিস্ফোরক অভিযোগ তোলেন তিলোত্তমার মা-বাবা। বলেন, মেয়ের মৃত্যুর পর চারদিন ধরে তাদের মুখ বন্ধ রাখতে বলেছিলেন এক তৃণমূল নেতা।

সরাসরি নাম নিয়ে তিলোত্তমার মা-বাবা বলেন, ‘পানিহাটির তৃৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও নতুন পুর চেয়ারম্যান সোমনাথ দে-রা মেয়ের মৃত্যুর পর চারদিন ধরে মুখ বন্ধ রাখতে বলেছিল। বাড়ি এক প্রকার ঘিরে রাখা হয়েছিল বলে দাবি করেন তারা। তবে তাদের আশা হাইকোর্টে মেয়ের মৃত্যুর সুবিচার পাবেন তারা।

উল্লেখ্য, মেয়ের মৃত্যুর ন্যায়-বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই মামলা হাইকোর্ট শুনতে পারে না। এরপরই সুপ্রিম কোর্টে ছোটেন তারা।

RG Kar

আরও পড়ুন: পোয়া বারো! অষ্টম বেতন কমিশনে এই ফর্মুলায় বেতন ও পেনশন বাড়বে সরকারি কর্মীদের, জানুন

গত সোমবার নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে বিষয়টি তোলেন তাদের আইনজীবী। সেখানেই অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিচারপতি ঘোষের একক বেঞ্চে শুনানিতে কোনও বাধা নেই। শুনানি চলতে পারে। সেই অনুযায়ী, আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। এখন দেখার হাইকোর্ট কী নির্দেশ দেয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর