“আমাদের দেশে শুধুমাত্র হিন্দুরাই সুবিধা পাবে” স্লোগান দিয়ে শাহিনবাগে চলল গুলি

বাংলাহান্ট ডেস্কঃ ‘‘এই নাও আজাদি…হিন্দুস্তান জিন্দাবাদ…দিল্লি পুলিশ জিন্দাবাদ’’ স্লোগান দিয়ে গত ৩০ জানুয়ারি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গুলি চালায় এক দুষ্কৃতি।  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গিতে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চলার অভিযোগ রয়েছে। এবার সি এ এ বিরোধী অবস্থানের জন্য দিল্লীর শাহিনবাগ অঞ্চলে চলল গুলি।

আততায়ীর সম্পর্কে সেরকম কোনো তথ্য জানা না গেলেও মনে করা হচ্ছে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার মত এই কান্ডেও হাত রয়েছে ধর্মান্ধদের। ওই ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল।  একটি সেমি-অটোমেটিক পিস্তল থেকে দু রাউন্ড গুলি চালায় সে। যদিও জামিয়া কান্ডের মত এখানেও পুলিশ ছিল দর্শনার্থী।

image 1 6

প্রসঙ্গত, গত সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের একটি সভায় ‘‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালো কো’ মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক বাধে।  এরপর দেশের রাজধানীর বুকে প্রকাশ্যে সিএএ বিক্ষোভে দুবার যেভাবে গুলি চলল, তাতে প্রশ্ন উঠছেই। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

সি এ এ ও এন আর সি এর বিপক্ষে দিল্লীর শাহিনবাগে বিক্ষোভকারীরা জমায়েত করছেন গত একমাস ধরে। জানা যাচ্ছে ঐ আততায়ী গুলি চালানোর সময় “আমাদের দেশে শুধুমাত্র হিন্দুরাই সুবিধা পাবে” বলেছিল। যদিও হতাহতের কোনো খবর নেই। বিজেপির ব্যাখ্যায়, এই শাহিনবাগ ‘টুকরে টুকরে গ্যাংয়ের’ নিরাপদ আশ্রয়। এই সমাবেশ থেকে ‘আজাদির’ স্লোগান উঠছে।   দেশকে টুকরো টুকরো করতে চাইছেন আন্দোলন কারীরা।, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, কারা ক্ষুব্ধ তা তাঁদের পোশাক থেকেই পরিষ্কার।

 

 

সম্পর্কিত খবর