আজ বৈঠক সোনিয়া শরদের, ডিসেম্বরেই শিবসেনার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ

বাংলা হান্ট ডেস্ক : বিজেপি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর শিবসেনা এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। ইতিমধ্যেই শিব সেনার পাঁচ বছরের সরকার গঠনের আর্জিতে সায় দিয়েছে কংগ্রেস ও এনসিপি। 42 টি মন্ত্রিত্ব পদের আসন ভাগাভাগি নিয়ে যদিও এখনও টানাপড়েন রয়েছে তবুও শিবসেনার সঙ্গে সরকার গঠনের আগে শেষ বারের মতো সোমবার একপ্রস্ত আলোচনায় বসছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী ও শরদ পাওয়ার।sonia gandhi sharad pawar 1573543614

যদিও তার আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন ডিসেম্বরের শুরুতেই মহারাষ্ট্রের শিবসেনা মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পাশাপাশি শিবসেনা এনসিপি ও কংগ্রেস জোট সরকার গঠন করবে। যদিও কংগ্রেস ও এনসিপি শিবির থেকে এখনও অবধি এ নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সোমবার সরোদ ও সনিয়ার বৈঠকের পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসবে বলে সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।

যদিও এর আগে কংগ্রেস ও এনসিপি র মধ্যে শর্ত নিয়ে একপ্রস্থ বৈঠক হয়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও মন্ত্রিত্ব বণ্টন কী ভাবে হবে তা নিয়েই সোমবার বৈঠকে বসবেন সনিয়া ও শরদ।

সম্পর্কিত খবর