কালো মেঘে ঢাকা আকাশ! আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ভোলবদল। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশে মেঘলা আকাশ। এককথায় আকাশের মুখ ভার। এই দেখে একটাই প্রশ্ন সকলের মনে, তাহলে কী ফের বৃষ্টি হবে আজ? আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের দু একটি জেলায় ক্ষীণ বৃষ্টি হলেও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী কয়েক দিনে কলকাতা সহ দুই বঙ্গেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। আগামী ৫ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এখন আর রাজ্যের কোনও অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবার দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আগমন ঘটতে চলেছে। শীঘ্রই শীতের আমেজে গাঁ ভাসাতে পারবে রাজ্যবাসী।

রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ রাজ্যের কোনও অংশেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। শনিবার পড়েছে লক্ষীপুজো। সেই দিনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া।

আরও পড়ুন: ‘এর পর হয়তো…’, জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই ইঙ্গিতপূর্ন পোস্ট শুভেন্দুর

অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে। দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে তাপমাত্রা।

weatherw

উত্তরবঙ্গে (North Bengal) ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে। ধীরে ধীরে জাঁকিয়ে বসবে ঠান্ডা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গেরও কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর