আজ আবার কলকাতার পথে নামছে বিজেপি, নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি (Bharatiya Janata Party)। এই অভিযান সফল করতে কলকাতায় (kolkata) এসেছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সেইসঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাকেশ সিং ও শঙ্কুদেব পণ্ডা, যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্যরা।

বিজেপির অভিযোগ
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই নবান্ন অভিযানে পুলিশ বর্বরোচিত নির্যাতন করেছে বিজেপি কর্মীদের উপর। মিছিল আটকাতে জায়গায় জায়গায় কাদুনে গ্যাস, লাঠিচার্জ এমনকি জল কামানও ব্যবহার করা হয়। বিজেপির তরফ থেকে অভিযোগ এসেছে, এই জলকামানে রাসায়নিক কেমিকেল ব্যবহার করাও হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ অস্বীকার করেছে নবান্ন।

bjp 6 1

অভিযোগ করেন তেজস্বী সূর্যও
পুলিশের বিরুদ্ধে দলীয় কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর কথায়, ‘বুধবার রাত থেকেই বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভিযানে আমাদের হাজারোধিক কর্মী আহত হয়েছেন। লাঠি চার্জ করা হয় বিভিন্ন জায়গায়। প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া ব্রিজ বন্ধ করা হয়েছিল। গণতন্ত্র কোথায়?’

মৌন মিছিলে হাঁটবে বিজেপি
বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এবার শুক্রবার মৌন মিছিলের ডাক দিয়েছি বিজেপি। সপ্তাহের প্রথম দিন সোমবারে মণীশ শুক্লার দেহ নিয়ে বিজেপি কলকাতার অচল করেছিল। তারপর বৃহস্পতিবার নবান্ন অভিযানে বেশ কয়েক ঘন্টার জন্য থেমে যায় ব্যস্ত শহরের রাস্তা। এবার আবারও শুক্রবার মিছিলের ডাক দিল বিজেপি।

bjp 5 3

নবান্নের ঘটনার প্রতিবাদে শুক্রবার মৌন মিছিলের ডাক দিয়েছে বিজেপি। এবিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, ‘আমাদের কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে আমরা শুক্রবার মৌন মিছিল করব’। জানা গিয়েছে, রাজ্য দফতর থেকে শুরু হয়ে এই গান্ধী মূর্তি পর্যন্ত হতে চলা এই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip ghosh)।


Smita Hari

সম্পর্কিত খবর