বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের জন্য বিরাট সুখবর! এবার এক লাফে অনেকটাই কমল সোনার দাম। এমনিতেই গত চারদিন ধরে সোনার দাম একনাগাড়ে বেড়েই চলেছিল। কিন্তু, আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দর ০.৪৯ শতাংশ পতনের সাথে লেনদেন হচ্ছে।
এছাড়াও, সোনার দাম কমার পাশাপাশি, উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে রুপোর দামও। এপ্রিলের ডেলিভারির ক্ষেত্রে সোনার দাম আজ ০.৪৯ শতাংশ কমে যাওয়ায় প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৮,৭১৫ টাকা। পাশাপাশি, আজকে রুপোর দাম ১.১০ শতাংশ কমে প্রতি কেজির দাম হয়েছে ৬২,৫৬৮ টাকা।
উল্লেখ্য যে, ২০২০ সালের আগস্টে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৫৬,২০০ টাকায় পৌঁছেছিল। তবে, আজ, MCX-এ সোনা ৪৮,৭১৫ টাকা প্রতি ১০ গ্রাম স্তরে রয়েছে। অর্থাৎ এটি এখনও প্রায় ৭,৫০০ টাকার কমে পাওয়া যাচ্ছে।
বর্তমানে আপনি ঘরে বসে সহজেই এই দামগুলি সম্পর্কে জানতে পারবেন। এর জন্য, আপনাকে শুধুমাত্র ৮৯৫৫৬৬৪৪৩৩ এই নম্বরে একটি মিসড কল দিতে হবে এবং তারপরেই আপনার ফোনে একটি বার্তা আসবে। যেখানে সর্বশেষ দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকেরা।
পাশাপাশি, আপনি যদি এখন সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান তবে সরকার এর জন্য একটি অ্যাপ তৈরি করেছে। “বিআইএস কেয়ার অ্যাপ” (BIS Care App)-এর মাধ্যমে গ্রাহকরা সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারবেন। পাশাপাশি, এখানে শুধু সোনার বিশুদ্ধতাই পরীক্ষা করা যায়না এছাড়াও, এটি সম্পর্কিত যে কোনও অভিযোগও করতে পারবেন গ্রাহকেরা।
পাশাপাশি, এই অ্যাপে পণ্যের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা তাৎক্ষণিক অভিযোগও জানাতে পারবেন। এছাড়াও, এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা অবিলম্বে অভিযোগ নথিভুক্ত করার তথ্যও পেয়ে যাবেন।