আজ ভূত চতুর্দশীর রাতে যে নিয়মগুলো পালন করলে সংসারের মঙ্গল হয়, জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক : আজ অর্থাত্ শনিবার কালীপুজোর আগের রাত৷ হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকের রাত্রিকে ভূত চতুর্দশীর রাতে বলা হয়৷ কথিত আছে আজকের দিনেই তেনারা সব মর্তে নেমে আসেন৷ তাই তো তেনাদের সন্তুষ্টির জন্য অনেকে অনেক কিছুই করে থাকেন৷ কথিত আছে আজকের দিনে বেশ কিছু নিয়ম রয়েছে যা পালন করলে স্বাস্থ্য সংসার সবেরই মঙ্গল হয়৷ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজ৷ কথিত আছে সন্ধের অন্ধকার নামলেই তেনারা ঘোরা ফেরা করেন যদিও খালি চোখে কিছু দেখা যায় না৷Bhoot or Narak Chaturdashi

তাই এই সন্ধের সময়টা বিশেষ করে রাতের বেলা শেষ কয়টি নিয়ম রয়েছে যা মেনে চললে সংসারের মঙ্গল হয়৷ জেনে নেওয়া যাক সেগুলি কী কী-

1. আজ সন্ধে নামার পর পরই চৌদ্দ প্রদীপ জ্বালান৷ এই চোদ্দ প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনা করা হয়৷ একই সঙ্গে ভূত চতুর্দশীতে এই চোদ্দ প্রদীপকে যম প্রদীপ বলা হয়৷

2. আজ সন্ধের পর বাড়ি ঘর দুয়ার ঝাঁটা দিয়ে পরিষ্কার করা চলবে না, একেই ধনতেরাস তার ওপর আবার ভূত চতুর্দশী তাই এই সময় যদি ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেওয়া হয় সেক্ষেত্রে লক্ষ্মী দেবী বিমুখ হয়ে যান৷

3. সংসারের মঙ্গলের জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷

4. সন্ধের পর গোরস্থান বা শ্মশানে যাওয়া যাবে না৷ কথিত আছে সন্ধের পর এই সব জায়গায় গেলে ক্ষতি হতে পারে৷

এ ছাড়াও আজকের রাতে সারা বছর ভাল থাকতে সদর দরজার বাঁ দিকে একটি তিলের তেলের প্রদীপ জ্বালানোর পরামর্শও দিয়ে থাকেন৷ তাই একটি মাটির প্রদীপে চার কোনা করে সলতে দিয়ে তার মধ্যে তেল এবং তিল দিয়ে জ্বালতে হবে সারা রাত৷


সম্পর্কিত খবর