সামান্য গরম পড়লেও আবার বৃষ্টির আশঙ্কা, জেনেনিন কি আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আকাশ আবার মেঘে ঢাকা পড়ছে। বৃষ্টির সম্ভবনাও রয়েছে। রাতের দিকে বইছে ঝোড়ো হাওয়া। আজকের সবোর্চ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। এরই সাথে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।

Weather and Rain alert for cities and states of India 1

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়ারের পাশাপাশি। বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সামান্য মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবার বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস।

আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি।এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷

শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস।বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

করোনা (COVID-19) আতঙ্কে আতঙ্কিত সব রাজ্য। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও অবধি ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। করোনা থাবা বসিয়েছে কলকাতাতেও। ইংল্যান্ড ফেরত এক তরুণ এবং তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাতাসে উষ্ণতার পরিমাণ বেশি থাকলে এই রোগের প্রভাব বিস্তার ঘটতে পারবে না। তবে কয়েকদিন আবহাওয়া (Weather) উত্তপ্ত থাকলেও আজ কিন্তু তাপমাত্রার পারদ নামবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর