বৃষ্টির লেশমাত্র নেই, বাংলায় আরো বাড়বে গরম ? জেনেনিন কি জানালো আবহাওয়া দপ্তর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে সমগ্র আকাশ জুড়ে। পরিস্কার মেঘমুক্ত আকাশ। বৃষ্টির লেশমাত্র নেই। গরম বেশ ভালোই পড়তে শুরু করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather) জানিয়েছে এবার থেকে শহর কলকাতার তাপমাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পাবে। ধীরে ধীরে গরম পড়তে শুরু করে দিয়েছে রাজ্যে। এখন শুধু গ্রীষ্ম বিরাজ করবে সর্বত্র।

কলকাতায় (Kolkata) গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ প্রায় একই থাকবে কলকাতার তাপমাত্রা। আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ নেই বললেই চলে। তুষারপাত, বৃষ্টিপাত, বজ্রপাত হবার এখন কোন সম্ভাবনাই নেই জানায় হাওয়া অফিস। তবে এখন আগামী কয়েকদিন বাড়বে শুধুই তাপমাত্রা।

আবার আবহবিদরা আগেই জানিয়েছিলেন এবছর তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ মার্চের শুরুতে সেভাবে গরম না পড়লেও, শেষের সপ্তাহ থেকে কিছু বেশ গরম অনুভূত হতে শুরু করেছে।

শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়তে পারে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়তে পারে।

তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এবার থেকে গরম অনুভব করতে শুরু করবে কলকাতাবাসী।

সম্পর্কিত খবর

X