৩০০-র বেশি আসন পাবে বিজেপি, উত্তর প্রদেশ নিয়ে চাণক্যর বড় ভবিষ্যদ্বাণী!

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার উত্তর প্রদেশের শেষ দফার ভোটিং শেষ হতেই একের পর এক বেসরকারি সংস্থা এবং সংবাদ মাধ্যমগুলো তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এনেছে। বেশীরভাগ সমীক্ষায় পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র উত্তর প্রদেশ আর মণিপুরে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন হবে বলে দেখানো হয়েছে। বাকি তিন রাজ্যে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এবারের বুথ ফেরত সমীক্ষায় পাঞ্জাবে আম আদমি পার্টির ব্যাপক উত্থান দেখা গিয়েছে। সব সমীক্ষাতেই দেখানো হয়েছে যে, আম আদমি পার্টি পাঞ্জাবে সবথেকে বড় দল হিসেবে উঠে আসবে। এবং কিছু সমীক্ষাতে দেখানো হয়েছে, AAP সরকার গড়বে পাঞ্জাবে।

অন্যদিকে উত্তরাখণ্ড ও গোয়ায় বেশীরভাগ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। উত্তরাখণ্ডে বিজেপি জয় পেলেও গোয়ায় কংগ্রেস সবথেকে বড় দল হিসেবে উঠে আসবে বলে দেখানো হয়েছে। বলে দিই, এই পাঁচ রাজ্যের মধ্যে পাঞ্জাব বাদ দিয়ে সব রাজ্যেই বিজেপির সরকার রয়েছে।

অন্যদিকে, সবথেকে সঠিক বুথ ফেরত সমীক্ষা করা টুডে’স চাণক্য উত্তর প্রদেশ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছে। যেখানে সব সংস্থার সমীক্ষায় উত্তর প্রদেশে বিজেপি ২৭০-র মতো আসন পাবে বলে দেখানো হয়েছে। সেখানে একমাত্র চাণক্যই দেখিয়েছে যে বিজেপি উত্তর প্রদেশে ৩০০-র বেশি আসন পাবে।

চাণক্যর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপি ২৯৪টি আসন পাবে। এর থেকে ১৯টি আসন কম বা বেশি পেতে পারে গেরুয়া শিবির। অন্যদিকে, একই সমীক্ষায় সমাজবাদী পার্টি ১০৯টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। তাঁরা ১৯টি আসন কম বা বেশি পেতে পারে। সবথেকে অবাক করা বিষয় হল, এই সমীক্ষায় কংগ্রেস মাত্র একটি আসন পেতে পারে বলে দেখানো হচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর