সব ফেলে আজই ছুটুন সোনার দোকানে! কলকাতায় কত কমল জানেন? দাম জানলেই ঘুরবে মাথা

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাসে রেকর্ড হলে বাড়ছে সোনার দাম (Gold Price)। আমেরিকায় আর্থিক অব্যবস্থা আর  মধ্যপ্র‌্যাচের অশান্তির কারণেই মূলত ঊর্ধ্বমুখী হলুদ সোনার দাম (Gold Price)। এরইমাঝে পুজোর আগে খানিক স্বস্তি পাচ্ছেন সোনা প্রেমীরা। গত মাসেও আকাশছোঁয়া ছিল সোনার দাম। যা একেবারে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল।

তবে চলতি মাসের শুরু থেকে একটু একটু করে দাম পড়তে শুরু করেছে হলুদ ধাতুর। তাই সোনা প্রেমীদের জন্য এটাই যে একেবারে আদর্শ সময় তা বলাই বাহুল্য। তাই সোনার গয়না হোক কিংবা খাঁটি সোনা, কিনতে চাইলে আজই ঢুঁ দিতে পারেন সোনার দোকানে। বৃহস্পতিবার ৮ আগস্ট ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট, উভয় ক্ষেত্রেই বেশ খানিকটা কমল সোনার দাম।

   

আসুন জানা যাক কত কমল সোনার দাম। বৃহস্পতিবার ৮ আগস্ট, আমাদের দেশে ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম ৬৩,৪৯০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটের সোনার দাম ৬৯,২৬০ টাকা। এবার এক নজরে দেখে নেওয়া যাক শহরভিত্তিক সোনার দাম কোথায় কত?

আরও পড়ুন: বাবার ভক্তদের জন্য পূর্ব রেলের বড় উপহার! তারকেশ্বর লাইনে এক ধাক্কায় বাড়ল ৮ জোড়া ট্রেন

আজকের দিনে কলকাতায় (Kolkata) ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম৬৩,৪৯০ টাকা। আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৯,২৬০ টাকা। তবে মুম্বইতেও ২২ ক্যারেটের সোনার দাম শহর কলকাতার মতো হলেও ২৪ ক্যারেটের দাম একটু বেড়ে হয়েছে  ৬৯,৪৯০ টাকা। একইভাবে চেন্নাইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম স্যার দাম ৬৩,২৯০ টাকা। আর ২৪ ক্যারেটের দাম রয়েছে ৬৯,০৫০ টাকা।

Gold 2 1

অন্যদিকে দিল্লিতে বৃহস্পতিবারে ২২ ক্যারেটের ১০ গ্রামের দাম হয়েছে ৬৩,৬৪০ টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম ৬৯,৪১০ টাকা। এছাড়াও আমাদের দেশের অন্যান্য শহর গুলির মধ্যে বেঙ্গালুরুতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৩,৪৯০ টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম হয়েছে ৬৯,২৬০ টাকা। প্রায় একই দাম রয়েছে দেশের অন্যান্য শহর গুলিতেও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর