বাংলাহান্ট ডেস্ক : অক্ষয় তৃতীয়ার আগে মধ্যবিত্তের লক্ষ্মীলাভ। এক লাফে অনেকখানি কমল সোনার দাম। ইদানীংকালে একসঙ্গে এতটা কমেনি সোনার দাম। মাস খানেক আগেও যেখানে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৮ হাজার ১০০ টাকা, তাই গতকাল বেড়ে দাঁড়িয়েছিল ৪৮ হাজার ৩৯০ টাকার। এদিন গহনা সোনার দাম এক ধাক্কায় কমল ১ হাজার ১৯০ টাকা।
শুধ গয়না সোনাই নয়,২৪ ক্যারেট সোনাতেও প্রতি ১০ গ্রামে কমেছে দাম। ২৪ ক্যারেটের ক্ষেত্রে দাম কমেছে ১ হাজার ২৮০ টাকা। রবিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরিতে ৫২ হাজার ৭৯০ টাকা, সেটাই সোমবার কমে হয়েছে ৫১ হাজার ৫১০ টাকা।
শুধু সোনাই নয়, অক্ষয় তৃতীয়ার মুখে সোনার পাশাপাশি পাল্লা দিয়ে কমল রূপোর দামও। এপ্রিলের শেষে প্রতি কেজি রূপোর দর ছিল ৬৩ হাজার ৫০০ টাকা৷ সেই দাম এবার এক ধাক্কায় আরও ৮০০ টাকা কমে হল ৬২ হাজার ৭০০ টাকা।
আকাশছোঁয়া দামের কারণে পয়লা বৈশাখে সেভাবে খাতা খুলতে পারেননি সোনার ব্যবসায়ীরা। বিক্রি হয়েছে শুধুই বিয়ের গয়না। সেই কারনেই তাঁদের নজর ছিল ইদ এবং অক্ষয় তৃতীয়ার দিকে। হিন্দু রীতি অনুযায়ী অক্ষয় তৃতীয়াতে সোনা কেনা শুভ। আর শুধু অক্ষয় তৃতীয়াই নয় সামনে ইদও। তাছাড়াও পরপর টানা অনেক গুলি বিয়ের লগ্নও রয়েছে আগামী মাস কয়েকে। তাই অক্ষয় তৃতীয়ার আগে সোনার দামে এহেন পতন যে মধ্যবিত্তের পাশাপাশি হাসি ফোটাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মুখেও তা বলাই বাহুল্য।