পিছু ছাড়ছে না বৃষ্টি, আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাজ্য জুড়ে, কবে ফিরবে শীত ?

বাংলাহান্ট ডেস্ক : গতকাল সারাদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ভিজল রাজ্য। যদিও সেই বৃষ্টির পরিমাণ অতি  সামান্য বা মাঝারি বলেই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে (alipore weather office)। রবিবার রাজ্যে লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি তাপমাত্রার পতনও। আপাতত আগামী কয়েকদিন রাজ্যে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা এরপর ২৬ জানুয়ারি থেকে ধীরে ধীরে উন্নতি হবে রাজ্যের আবহাওয়ার।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫° সেলসিয়াস
আদ্রতা : ৯১%
বাতাস : ৯.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%

আজকের আবহাওয়া
সপ্তার শুরুতেও পিছন ছাড়ল না বৃষ্টি। গতকালের মতন আজও মাঝারি থেকে  হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। সারাদিন কার্যতই আকাশ মেঘলা থাকবে। আজ থেকে আবারও বদলাবে আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে মে ২২° সেলসিয়াস এবং ১৫° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯১%। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮° সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩° বেশি।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে। দার্জিলিং জেলার কিছু কিছু স্থানে রয়েছে তুষারপাতের পূর্বাভাসও। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫° সেলসিয়াসের আশেপাশে। যা কিনা গতকালের তুলনায় বেশ কিছুটা বেশি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও জারি হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং কলকাতায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে  নদিয়া, মুর্শিদাবাদ ,বীরভূম, পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায়।
গোটা দক্ষিণবঙ্গ জুড়ে  আজ থেকে আগামী ২ দিন একই থাকবে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঘন থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ তারিখ অবধিই মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণ বঙ্গের আকাশ।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। অল্প বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কাল থেকেই উন্নতি হবে আবহাওয়ার। মেঘাচ্ছন্ন থাকলেও মিলতে পারে রোদের দেখা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর