গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা, স্বস্তির বৃষ্টি কবে? যা জানাচ্ছে আবহাওয়াবিদরাঃ আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্ক : গতকাল ছিল বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ থাকলেও দেখা মেলেনি বৃষ্টির। বেড়েছে আদ্রতা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গুমোট গরমও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি না হলে শনিবারও এই গুমোট গরমে সিদ্ধ হতে হবে শহরবাসীকে। তবে আশার কথা এই, ২৯ তারিখ পর্যন্ত দক্ষিণ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিন্তু আছেই। তাই এই ভ্যাপসা অস্বস্তিকর অবস্থা কাটাতে মুষলধারে বৃষ্টির আশাতেই বসে আছে দক্ষিণ বঙ্গের মানুষ।

এক নজরে আবহাওয়ার খবর –
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
বাতাস : ৩০-৩৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা :  ৭১%

   

আজকের আবহাওয়া –
কালকের মতো আজও আংশিক ভাবে মেঘলা থাকবে আকাশ। সঙ্গে বাড়বে গুমোট গরমও। আজ বৃষ্টির সম্ভবনা তুলনামূলক কম থাকলেও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস আছেই। কলকাতার পার্শবর্তী জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে
৩৮° সেলসিয়াস ও ২৯° সেলসিয়াস। সন্ধ্যের পর ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া –
বিগত কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। হাওয়া অফিস জানাচ্ছে, আবহাওয়া খুব বেশি পরিবর্তন হবে না। ভ্যাপসা গরম আপাতত বেশ কয়েকদিন বজায় থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন সকলে। রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা থাকায় বাংলা জুড়ে আর্দ্রতা বজায় থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

উত্তরবঙ্গে এদিন ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৩০ তারিখ আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

আগামী কালের আবহাওয়া
আগামীকালও মেঘলা থাকবে কলকাতা সহ আশপাশের এলাকার আকাশ। হালকা বৃষ্টিও হতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। বাড়বে বাতাসে আরও বাড়বে আদ্রতার পরিমাণ। প্রবল গুমোট গরমে কষ্টকর অবস্থা শহরবাসীর। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভবনা আছে।  আগামীকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রায় থাকবে ৩৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর