দক্ষিণে দুএক পশলা হলেও, ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কিছুটা হলেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মত, দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পাশাপাশি বাংলার দক্ষিণেও হালকা, দুএক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।

নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের রাজ্য ছুঁয়ে ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ বিহারের দিকে সরছে। যার জেরে দক্ষিণের জেলাগুলো থেকে বৃষ্টির প্রভাব কমতে শুরু করলেও, উত্তরের দিকে এখনও বৃষ্টির কালো মেঘ আকাশে ঘুরছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি সম্ভব বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 34° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 87%
বাতাস 8 km/h
মেঘে ঢাকা 87%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

নিম্নচাপের অবস্থা সরে যাওয়ার কারণে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার থেকে হতে পারে আবহাওয়ার উন্নতি।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

X