ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, প্রভাবিত হতে পারে বাংলাও

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করে শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। আর এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ (Cyclone Jawad) পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তে সমুদ্র উপকূলে ৬৫ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড় বাতাস বইতে পারে। তার প্রভাব পড়তে পারে বাংলাতেও। সতর্ক করা হয়েছে মৎসজীবিদেরও। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। উপকূলের একাধিক এলাকায় রয়েছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও।

cyclone in usa

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা30° C
সর্বনিম্ন তাপমাত্রা19° C
আদ্রতা80%
বাতাস10 km/h
মেঘে ঢাকা0%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে প্রচুর রোদ এবং রাতের দিকে আবছা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

todays Weather report 30 th november of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, শনিবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর