নিভারের পর ধেয়ে আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড়, সতর্কতা জারি এই ৪ রাজ্যেঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে, এখনও বিপদ কাটেনি তামিলনাড়ু, পুদুচেরীতে। নিভার ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু এবং পদুচেরিতে সবকিছু লণ্ডভণ্ড হওয়ার পরও আরও এক ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি অপেক্ষা করছে তামিলনাড়ু ও কেরলের জন্য। আবারও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে।

আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা
আবহাওয়া দফতর সূত্রের খবর, শ্রীলঙ্কা উপকূল পার করে আগামী ২ ডিসেম্বর একটি ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে আসতে চলছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যা সোমবার শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কন্যাকুমারীর ১০৯০ কিলোমিটার পূর্বে অবস্থান ছিল। এই নিম্নচাপ আর কিছু সময়ের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে পারে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে।

unnamed 69

জারি হয়েছে লাল সতর্কতা
তামিলনাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেল্লি, থুটুকোডি এবং কেরলের থিরুঅনন্তপুরম, কোল্লাম, আল্লাপুঝাতে এর প্রভাব পড়তে পারে। যার ফলে আগামী ২-৪ ডিসেম্বর এইসকল এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকেও নিষেধ করা হয়েছে। তামিলনাড়ু ও কেরলের দক্ষিণের এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে বাংলাতে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

wi

আজকের আবহাওয়া
এদিকে মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরে তাপমাত্রা ধীরে ধীরে আবারও কমতে শুরু করেছে। নামছে তাপমাত্রার পারদ। রবিবার থেকেই তাপমাত্রা কমার যে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস, তা ক্রমশ কার্যকর হতে চলেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছেন, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা আকাশ থাকবে এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভোরের দিকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নগামী থাকছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর