নতুন বছরে কেমন থাকবে বাংলার আকাশ, জেনে নিন আবহাওয়া আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হল নতুন বছর। নতুন বছরের শুরুতেই আবহাওয়া (weather) নিয়ে এক বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর (weather office)। তাপমাত্রার পারদ উঠবে না, আরও বেশ কিছুদিন নিম্নগামীই থাকবে। অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেও জাঁকিয়ে শীতের আগাম পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

পাশাপাশি আরও ২৪ ঘন্টা এরকমই ঠাণ্ডা আবহাওয়া থাকার পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। তারপর থেকে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে। তবে এরই মধ্যে বেশকিছু জায়গায় প্রবল শৈত্যপ্রবাহ থাকবে বলেও জানা গিয়েছে।

jqnn3l8 delhi cold wave journey

আজকের আবহাওয়া
কদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ নেমেই যাচ্ছে। তাও এই ঠাণ্ডার মধ্যেই কিন্তু বর্ষশেষের এবং বর্ষবরণের আনন্দে জমিয়ে হইহুল্লোড় করছে বঙ্গবাসী। শীতের সময় পিকনিক আর ভ্রমণ, করোনা আবহের মধ্যে কিছুটা কম থাকলেও, আবারও শুরু হয়ে গিয়েছে শীতকালীন ঘোরা ফেরা। তারউপর এবং বর্ষবরণের আরও একরাশ আনন্দের সময়। তাই ঠাণ্ডাকে উপেক্ষা করে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে সকল মানুষজন। নতুন বছর আসতেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন সকলেই।

12360a6d3ac198447385a29bc42fd857

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। তবে নববর্ষের দিনে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি হলেও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। আবার বেশকিছু জায়গায় প্রবল শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লীতে জারি হয়েছে লাল সতর্কতা।


Smita Hari

সম্পর্কিত খবর